Site icon Jamuna Television

বরিশালে ৬ ছাত্রলীগ কর্মী আহত, ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ

বরিশালে ছাত্রলীগের ৬ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর বগুড়া রোডে এই ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, সরকারি বরিশাল কলেজে ছাত্রলীগের কার্যক্রমে দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু। এ নিয়ে দুই দলের নেতাকর্মীদের মাঝে দ্বন্দ্ব চলছিল।

এরই জের ধরে গতরাতে ছাত্রলীগের ৬ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ছাত্রদলের নেতাকর্মীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। পরে রাফি নামে একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ। এ বিষয়ে ছাত্রদল নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

/এমএন

Exit mobile version