Site icon Jamuna Television

কোণঠাসা ডোনাল্ড ট্রাম্প! ফৌজদারি মামলায় অভিযুক্ত হতে যাচ্ছেন

যেকোনো দিন গ্রেফতার হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ঘুষ প্রদান মামলায় প্রথমবার ফৌজদারি মামলায় অভিযুক্ত হতে যাচ্ছেন কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসি ও সিবিএস নিউজের।

এক বছর তদন্ত-শুনানির পর গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) এ ইঙ্গিত দেন নিউইয়র্কের গ্র্যান্ড জুরি। ৪ এপ্রিল তাকে নিউইয়র্কের অপরাধ আদালতের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই পুরো অভিযোগ পড়ে শোনানোর পাশাপাশি দেয়া হবে রায়।

অবশ্য, কী সাজা হতে পারে, সেটি এখনও অস্পষ্ট। তবে, গ্রেফতার হলে অন্যান্য বন্দির মতোই ট্রাম্পের সাথে আচরণ করা হবে, এমনটা ইঙ্গিত দেয়া হয়েছে। এরইমধ্যে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। তার অভিযোগ, নিউইয়র্কে ন্যায়বিচার হয়নি। ভুয়া ও মানহানিকর অভিযোগ প্রমাণের চেষ্টা চলছে তার বিরুদ্ধে। ২০১৬ সালে মার্কিন নির্বাচনের আগ-মুহূর্তে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদানের অভিযোগ উঠে ট্রাম্পের বিরুদ্ধে। অবৈধ সম্পর্ক ধামাচাপা দিতে ছিল এ উদ্যোগ।

/এমএন

Exit mobile version