Site icon Jamuna Television

ফিফার বিরুদ্ধে শাখতারের অভিযোগ

ফিফার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন কমিশনে অভিযোগ করেছে শাখতার দোনেৎস্ক। ইউক্রেনের ক্লাবটির দাবি, ফুটবলারদের দল-বদলের নিয়ম পরিবর্তন করায় ৪ কোটি ইউরো ক্ষতি হয়েছে তাদের।

রাশিয়া আগ্রাসনের পর বিদেশি খেলোয়াড়দের সহায়তার জন্য ২০২৩ সালের জুন পর্যন্ত চুক্তি স্থগিতের নির্দেশ দেয় ফিফা। এই পদক্ষেপের কারণে ফুটবলারদের দল-বদল থেকে আয় হারিয়েছে তারা। ফ্রি ট্রান্সফারে অনেকে ক্লাব ছেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ে শাখতার। তবে এই বিষয় নিয়ে ইতবাচক কোনো সাড়া দেয়নি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

/এমএন

Exit mobile version