Site icon Jamuna Television

তিনমাস পর ব্রাজিলে ফিরলেন বোলসোনারো

তিনমাস পর ব্রাজিলে ফিরলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) দেশে ফিরেই বিমানবন্দরে দলীয় কর্মী-সমর্থকদের অফুরন্ত ভালোবাসা পান তিনি। খবর রয়টার্সের।

অনেকেই এ সময় কান্নায় ভেঙে পড়েন, দেন স্লোগান। পরিস্থিতি মোকাবেলায় কয়েকশ পুলিশ সদস্য মোতায়েন করে প্রশাসন। এছাড়া, জনসমাবেশ এড়াতে বন্ধ ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকা। সেখানে বাড়ানো হয় নিরাপত্তাও।

গেলো ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরপরই দেশ ছাড়েন বোলসোনারো; ছিলেন ফ্লোরিডায়। সেখান থেকে রওনা হওয়ার আগেই জানান, প্রেসিডেন্ট লুলার বিরুদ্ধে যোগসাজশের কোনো পরিকল্পনা নেই তার।

অবশ্য, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী বছর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করেই দেশে ফিরলেন তিনি। যদিও তার বিরুদ্ধে রয়েছে একগুচ্ছ মামলা। কোনো একটিতে দোষী সাব্যস্ত হলেই রাজনীতি করার সুযোগ হারাবেন।

/এমএন

Exit mobile version