Site icon Jamuna Television

আইরিশদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তিন ম্যাচের সিরিজের শেষটিতে চট্টগ্রামে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। শেষ ম্যাচেও জয় তুলে আইরিশদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে চায় বাংলাদেশ, এ কথা বলেছেন ওপেনার রনি তালুকদার।

শেষ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। নিয়মিত একাদশের দুই-একজনকে বিশ্রামে রাখার ইঙ্গিত মিলেছে। তবে কম্বিনেশন যাই হোক, ম্যাচ বাই ম্যাচের পরিকল্পনায় সফল বাস্তবায়ন করে তৃতীয় জয়ের প্রত্যাশা এই টাইগার ওপেনারের।

বৃহস্পতিবার (৩০ মার্চ) চট্টগ্রামে জাতীয় দলের টিম হোটেলে সাংবাদিকদের রনি তালুকদার বলেন, আমরা বাঘের মতো খেলবো। আমরা আধিপত্য বিস্তার করার চেষ্টা করবো। আমাদের ভয় থাকবে না, সবসময় ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে যাবো। হয়তো কখনো ব্যর্থ হব, কখনো আবার সফল হব। যদি আমরা এটা অব্যাহত রাখতে পারি, তাহলে আমাদের সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে। কোচ-অধিনায়কের চিন্তাভাবনাও একই। আমরা হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।

/আরআইএম/এমএন

Exit mobile version