Site icon Jamuna Television

বায়ুদূষণ কমছে না থাইল্যান্ডে

ভয়াবহ দাবানলের কারণেই থাইল্যান্ডের রাজধানী ও আশপাশের এলাকায় কমছে না মারাত্মক বায়ুদূষণ। বৃহস্পতিবার (৩০ মার্চ) জরুরি উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রয়ুথ চান ওঁচা। খবর রয়টার্সের।

সরকারি বিবৃতিতে জানানো হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের দুই জনপ্রিয় পর্যটন নগরী চিয়াং রাই ও চিয়াং মাই। সেখানে ফায়ার সার্ভিস কর্মীদের মোতায়েন করা হয়েছে। তাছাড়া, আগুন লাগানোর মাধ্যমে ক্ষেত-খামার পরিষ্কার করা হচ্ছে কিনা সেগুলোও খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।

দেশটির জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি মাসেই ২ লাখ মানুষ শ্বাসকষ্টজনিত নানা রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর দূষণের কারণে অসুস্থ ১৩ লাখের কাছাকাছি মানুষ। এমন পরিস্থিতিতে এন-৯৫ মাস্ক পরিধাণের পরামর্শ দেয়া হয়েছে। তাছাড়া, শিশু-প্রবীণ ও অন্তঃসত্ত্বা নারীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অনেকেই বাড়ি থেকে সারছেন দাফতরিক কাজ।

/এমএন

Exit mobile version