Site icon Jamuna Television

উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

ইউক্রেনে হামলা জোরদারের লক্ষ্যে উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে চাইছে পুতিন প্রশাসন, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর দ্যা গার্ডিয়ানের।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পিয়ংইয়ংয়ের কাছ থেকে খাদ্যশস্যের বিনিময়ে অস্ত্র কেনার লক্ষ্যে আলোচনা চালাচ্ছে মস্কো। দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে কাঁচামাল আমদানি করতে না পারায় ঝুঁকিতে পড়েছে রাশিয়ার অস্ত্র উৎপাদন। ফলে যুদ্ধ চালিয়ে যেতে অস্ত্র সংকট দেখা দিয়েছে দেশটির। ফলস্বরূপ চরম খাদ্য সংকটে থাকা উত্তর কোরিয়াকে খাদ্যশস্য সরবরাহের বিনিময়ে অস্ত্র সহায়তা নিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, আমরা জানতে পেরেছি, উত্তর কোরিয়া থেকে অন্তত ২৪ ধরনের অস্ত্র ও গোলাবারুদ আমদানি করবে রাশিয়া। খাদ্যশস্য সরবরাহের বিনিময়ে অস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। শিগগিরই একটি প্রতিনিধি দলও পিয়ংইয়ংয়ে পাঠাতে চাইছেন প্রেসিডেন্ট পুতিন।

/এমএন

Exit mobile version