Site icon Jamuna Television

জঙ্গি সম্পৃক্ততায় গ্রেফতার ২

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণায় জামায়াত ইসলামী ও জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে উস্কানিমূলক নয়টি বই উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- জেলার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের বেলায়েত হোসেন ও জয়পুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মোঃ হাফিজুর রহমান।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মঙ্গলবার রাত ১২টার দিকে মোহনগঞ্জ থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে।

নেত্রকোণা গোয়েন্দা পুলিশের ওসি আমীর তৈমুর ইলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে দুই দফায় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে রাষ্ট্র বিরোধী ও উস্কানিমূলক কিছু বই উদ্ধার করা হয়।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version