Site icon Jamuna Television

পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার উন্নতি

ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গত বুধবার (২৯ মার্চ) তীব্র শ্বাসকষ্ট নিয়ে ইতালির রোমের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান তিনি ব্রঙ্কাইটিসে আক্রান্ত। তবে এখন তার অবস্থা কিছুটা ভালো। খবর বিবিসির।

বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন ৮৬ বছর বয়সী এই ধর্মগুরু। ভ্যাটিকান মুখপাত্র জানিয়েছেন, অ্যান্টিবায়োটিক দেয়ার পরই উন্নতি হয়েছে পোপের শারীরিক অবস্থার। শুক্রবার সকালে নাস্তা খেয়ে প্রার্থনাও করেছেন তিনি। খুব শীঘ্রই তাকে ছেড়ে দেয়া হবে হাসপাতাল থেকে।

তবে আগামী ২ এপ্রিল ইস্টার সানডের আয়োজনে পোপ অংশ নিতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। পোপের সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পোপ।

এসজেড/

Exit mobile version