Site icon Jamuna Television

ভারতে রাম নবমীর শোভাযাত্রায় হামলা, সহিংসতায় নিহত ১, গ্রেফতার ৩৬

পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় রাম নবমীর শোভাযাত্রায় হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১ জন নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩৬ জনকে। খবর হিন্দুস্তান টাইমসের।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এ সহিংসতার ঘটনা ঘটেছে। রাম নবমীর ওই শোভাযাত্রার আয়োজক ছিল অঞ্জনি পুত্র সেনা নামের একটি সংগঠন। ওই দিন শিবপুরের সন্ধ্যাবাজার এলাকায় শোভাযাত্রা পৌঁছানোর সাথে সাথেই পেট্রোল বোমা ও ইট-পাথর ছুড়ে হামলা করা হয় বলে অভিযোগ ওঠে সংগঠনটির পক্ষ থেকে। এরপরই সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

এর জেরে আগুন দেয়া হয় বিভিন্ন স্থাপনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ এবং টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ। প্রশাসনের অভিযোগ, নির্ধারিত রুটের পরিবর্তে অন্য রাস্তা দিয়ে শোভাযাত্রা করায় এই সহিংসতা ঘটেছে। অস্থিতিশীলতার জন্য পশ্চিমবঙ্গ বিজেপিকে দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এসজেড/

Exit mobile version