Site icon Jamuna Television

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; একাদশে পরিবর্তন

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আইরিশদের হোয়াইটওয়াশ করার মিশনে একাদশে এসেছে একাধিক পরিবর্তন। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গায় প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেইনের। এছাড়াও ‘কাটার মাষ্টার’ মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে এই ম্যাচে সুযোগ পাচ্ছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়াইয়ে নেমেছে দুই দল। শুক্রবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলাটি শুরু হবে। প্রথম দুই ম্যাচে পাওয়া দাপুটে জয়ে সিরিজ আগেই নিশ্চিত হয়েছে টাইগারদের, এবার আরও একবার ধবলধোলাইয়ের পালা। আজ জিতে গেলে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার টানা ছয় জয়ের স্বাদ পাবে সাকিব আল হাসানের দল। সেই সাথে টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার দুর্দান্ত এক রেকর্ডের সাক্ষীও হতে পারে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজ হার নিশ্চিত হলেও শেষ ম্যাচে জয় তুলতে মুখিয়ে আছে আইরিশরা।

প্রথম দুই ম্যাচের মতো এ খেলায়ও রয়েছে বৃষ্টির আশঙ্কা। সকালে চট্টগ্রামের সাগরিকায় বৃষ্টি হানা দিয়েছিল। এখনও আকাশে রয়েছে মেঘের ঘনঘটা।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেইন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ:

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডেয়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেকটর, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলেনি, মার্ক অ্যাডেয়ার, ফিওন হ্যান্ড, ম্যাথু হ্যামফ্রেস, বেন হোয়াইট।

/আরআইএম

Exit mobile version