Site icon Jamuna Television

কাশিমপুরে নেয়া হলো প্রথম আলোর সাংবাদিক শামসকে

গাজীপুরস্থ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে। শুক্রবার (৩১ মার্চ) দুপুর দেড়টায় শামসকে বহনকারী প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে পৌঁছেছে বলে জানা গেছে।

শামসকে কাশিমপুরে নেয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ।

এর আগে, বুধবার (২৯ মার্চ) রাতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আবদুল মালেক নামে এক আইনজীবী। পরে ওই মামলায় তাকে গ্রেফতার করে রমনা মডেল থানা পুলিশ।

/এসএইচ

Exit mobile version