Site icon Jamuna Television

‘‌জানুয়ারির মধ্যে সকল ভোটাররা স্মার্ট কার্ড পাবে’

জানুয়ারির মধ্যে সকল ভোটারদের স্মার্ট কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। শেষ ধাপে স্মার্ট কার্ড উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আজ বুধবার ২৭ জেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন নির্বাচন কমিশন। এসময় সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৪ জেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চালু হলো। তবে ৪৯২ উপজেলার মধ্যে এখন পর্যন্ত ১৬৫ উপজেলায় বিতরণ শুরু হয়েছে।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version