Site icon Jamuna Television

শক্তিশালী ফাস্ট বোলিং ইউনিট গড়তে চান সিরিজ সেরা তাসকিন

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ সিরিজে কেবল ৮ উইকেটই হয়তো প্রকাশ করবে না, আইরিশদের জন্য কতটা ভয়ঙ্কর ছিলেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। দুর্দান্ত গতি ও নিখুঁত লাইন-লেন্থে আয়ারল্যান্ড ব্যাটিং লাইনআপে নিয়মিতই ভীতির সঞ্চার করেছেন দেশ সেরা সেই ফাস্ট বোলার। ম্যান অব দ্য সিরিজ হয়ে তাসকিন জানান, শক্তিশালী ফাস্ট বোলিং ইউনিট হিসেবে নিজেদের দেখতে চান তিনি।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় তাসকিন বলেন, উইকেট ফ্ল্যাট নাকি বোলারদের সুবিধা দেবে, সে সব ভাবিনি। নিজের উপর আমার বিশ্বাস ছিল। আমি আমার নিয়মের মধ্যেই ছিলাম। নিজেই নিজেকে সাহস দিয়েছি। সেই সাথে, দলকে সহায়তা করার ইচ্ছে থাকে সব সময়ই।

ছবি: সংগৃহীত

দলগত দর্শন নিয়ে তাসকিন আহমেদ বলেন, গত কয়েক বছর ধরে দলগতভাবে আমরা অনেক পরিশ্রম করেছি। এখন নিজেদের প্রতি বিশ্বাস ফিরে আসছে। একটা দুর্দান্ত ফাস্ট বোলিং ইউনিট হিসেবে নিজেদের দেখতে চাই।

আরও পড়ুন: ভালো দল হতে চাই, খেলতেও চাই এভাবেই; দলের মনোভাব নিয়ে সাকিব

/এম ই

Exit mobile version