Site icon Jamuna Television

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানসিটি-লিভারপুল

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ম্যাচের বিরতির পর আবারও মাঠে ফিরছে ইউরোপিয়ান ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ (১ এপ্রিল) ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে লিভারপুল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি আছে শিরোপার দৌড়ে। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল সিটিজেনদের চেয়ে এগিয়ে আছে ৮ পয়েন্টে। তবে সেদিকে নজর না দিয়ে প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া সিটি।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন আর্লিং হাল্যান্ড। লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৮ গোলের পাশাপাশি ৫ অ্যাসিস্ট রয়েছে এই নরওয়েজিয়ানের দখলে। এদিকে, সবশেষ মৌসুমে সিটিজেনদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করা লিভারপুল আছে নাজুক অবস্থায়। শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে পড়া দলটির সামনে শীর্ষ চারে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। তবে সব ছাপিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্য অলরেডদের।

এএআর/

Exit mobile version