Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে শিশুসহ ৮ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে শিশুসহ দুই পরিবারের আটজনের মরদেহ উদ্ধার করেছে কানাডার নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৩১ মার্চ) কুইবেক পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। খবর বিবিসির।

গত বৃহস্পতিবার সীমান্ত এলাকা থেকে ৮ জনের মধ্যে ৬ জনের লাশ উদ্ধার করা হয়। শুক্রবারের অভিযানে মেলে আরও দুই শিশুর মরদেহ। কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী নদী সেইন্ট লরেন্স সংলগ্ন জলাভূমি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

নিহতরা ভারতীয় এবং রোমানীয়ার বংশোদ্ভূত। তাদের মধ্যে দুই শিশু কানাডার পাসপোর্টধারী। ধারণা করা হচ্ছে, অবৈধপথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। জলাভূমিতে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মিলবে নিশ্চিত তথ্য।

এসজেড/

Exit mobile version