Site icon Jamuna Television

পায়রা নদীর ভাঙনে বিলীন তেঁতুলবাড়িয়া বেড়িবাঁধ, ঝুঁকিপূর্ণ বাকি অংশও

পায়রা নদীর ভাঙনে বিলীন হয়েছে বরগুনার তালতলীর তেতুলবাড়িয়া বেড়িবাঁধের একাংশ। বাঁধের কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে আর বাকি অংশ রয়েছে ক্ষতিগ্রস্ত অবস্থায়। আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে বাঁধ পাড়ের বাসিন্দারা। অথচ বাঁধটি সংস্কার করা হয়েছে এক বছরেরও কম সময় আগে। তাই দ্রুত সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণ না হলে পুরো অঞ্চলই নদীর গর্বে বিলিন হওয়ার আশঙ্কা স্থানীয়দের।

গতবছর এই বাঁধটি ভেঙে প্রায় ২০দিন পানিবন্দি ছিল এই এলাকার মানুষ। আবারও ঝুঁকিতে স্থানীয়রা। বাঁধটির সংস্কার কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবির ভিত্তিতে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবের দাবি, এলাকায় যাতে পানি প্রবেশ করতে না পারে সে জন্য বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। অতি দ্রুত তা শেষ করার আশ্বাসও দিয়েছেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, এখন পর্যন্ত বাঁধের ৫০ মিটার সম্পূর্ণ বিলীন হয়েছে। ঝুঁকিতে আরও দেড়শ’ মিটার। তাই অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

এসজেড/

Exit mobile version