Site icon Jamuna Television

মেসিকে দলে নিতে ‘রোনালদোর চেয়ে বেশি বেতন’ দিতে প্রস্তুত আল হিলাল

ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যাওয়ার পর একই লিগে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির যাওয়ার খবরও সামনে আসে। শুরুতে শোনা যায়, মেসিকে পেতে আল হিলাল ৩০ কোটি ডলারের প্রস্তাব নিয়ে আসছে। যদিও পরে এই প্রস্তাবের বিষয়টি সত্য নয় বলে জানা যায়। কিন্তু নতুন করে মেসির ব্যাপারে আগ্রহী হয়েছে আল হিলাল। এমনকি ক্লাবটি আর্জেন্টাইন মহাতারকাকে দলে নিতে রোনালদোর চেয়ে বেশি বেতন দিতে প্রস্তুত। খবর গোল ডটকমের

মেসি যদি ফ্রান্স ছাড়েনই, সম্ভাব্য গন্তব্য হিসেবে শুরুতেই নাম আসছে সাবেক ক্লাব বার্সেলোনার। এরপরই আসছে সৌদি ক্লাব আল হিলাল এবং মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির নাম। সবকিছু ছাপিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গেলে সবচেয়ে বেশি বেতনে মেসিকে নিতে আগ্রহ প্রকাশ করেছে আল হিলাল।

গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে গেছেন সিআর সেভেন। বছরে ২০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১১৬ কোটি টাকার বেশি বেতনে আড়াই বছরের চুক্তি হয়েছে ৩৮ বর্ষী রোনালদোর সঙ্গে। ২০২৫ পর্যন্ত চুক্তি করতে রাজি থাকলে মেসিকে পেতে এখন রোনালদোর চেয়েও নাকি বেশি দিতে চায় আল হিলাল। গোল ডট কমের সূত্রে জানা যায়, মেসিকে পেতে ২২২ মিলিয়ন ইউরো পর্যন্ত প্রস্তাব দিতে পারে।

লে’কিপের প্রতিবেদন, কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে সৌদি আরবে আনতে খুব করে চাচ্ছে প্রো লিগের ক্লাব আল হিলাল। ইতিমধ্যেই মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে আলোচনাও করেছে ক্লাবটি।

/আরআইএম

Exit mobile version