Site icon Jamuna Television

পয়েন্ট ব্যবধান বাড়াতে এলচের বিপক্ষে মাঠে নামবে বার্সা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে স্প্যানিশ লা লিগায় আজ এলচের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১২ পয়েন্ট এগিয়ে থেকে আছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিতে শিরোপা প্রত্যাশী কাতালুনিয়ান জায়ান্টরা পূর্ণ ৩ পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

নিজেদের মাঠ এস্তাদিও ম্যানুয়েল মার্টিনেজ ভ্যালেরো স্টেডিয়ামে টেবিল টপার বার্সেলোনাকে আতিথ্য জানাবে এলচে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত ১টায়। শক্তির বিবেচনায় দু’দলের পার্থক্য যোজন যোজন। ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের চূড়ায় রয়েছে বার্সেলোনা। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে এলচে। এলচের বিপক্ষে সবশেষ ১২ ম্যাচে অপরাজিত বার্সেলোনা, যার মধ্যে জয় আছে ১১টিতে।

চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও চলতি মৌসুমেই স্প্যানিশ সুপার কাপ জিতেছে কাতালানরা। লা লিগায় শিরোপার হাতছানি দেয়া দলটির সামনে সুযোগ আছে কোপা দেল রে জয়ের। স্প্যানিশ কাপ নামে পরিচিত প্রতিযোগিতার প্রথম লেগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। এলচের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে যেতে চায় জাভির শিষ্যরা।

/আরআইএম

Exit mobile version