Site icon Jamuna Television

সাংবাদিক শামসের ইস্যুতে ভিন্ন ভিন্ন দাবিতে শাহবাগে ঢাবি ও জাবি শিক্ষার্থীদের কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে। একই সময়, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

শনিবার (১ এপ্রিল) দুপুরে শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। প্রথম আলো সরকারবিরোধী ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দেশের স্বাধীনতাকে ব্যবহার করতে চায় ষড়যন্ত্রকারীরা। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ হলো সাংবাদিকতা। তাই, সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপনের আহ্বান জানান শিক্ষার্থীরা।

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছেন। এ সময় অবিলম্বে সাংবাদিক শামসের নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানানো হয়। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান তারা। ক্ষমতায় থাকতে সরকার তার নিজের মতো পরিবেশ তৈরি করছে বলেও মন্তব্য করেন সাবেক শিক্ষার্থীরা।

আরও পড়ুন: প্রথম আলোর বিতর্কিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার শামিল: এডিটরস গিল্ড

/এম ই

Exit mobile version