Site icon Jamuna Television

কাশিমপুর থেকে ফের কেরাণীগঞ্জে পাঠানো হলো সাংবাদিক শামসুজ্জামানকে

সাম্প্রতিক ছবি

দৈনিক প্রথম আলো’র সাংবাদিক শামসুজ্জামান শামসকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আবারও ঢাকার কেরাণীগঞ্জের কারাগারে পাঠানো হয়েছে। ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশিত এক সংবাদকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসকে গ্রেফতারের পর গত বৃহস্পতিবার (৩০ মার্চ) নেয়া হয়েছিল কেরাণীগঞ্জের কারাগারে। সেখান থেকে শুক্রবার (৩১ মার্চ) দুপুরে তাকে কাশিমপুর কারাগারে আনা হয়। একদিন বাদে তাকে আবারও আগের কারাগারে পাঠানো হলো।

এর আগে, গত বুধবার ভোরে সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে শামসুজ্জামান শামসকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে জানা গেছে, রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। এ মামলার বাদী যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ মো. গোলাম কিবরিয়া। তবে বৃহস্পতিবার রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা নতুন আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শামসুজ্জামানকে।

/এসএইচ

Exit mobile version