Site icon Jamuna Television

৪ বছর বয়সে বই লিখে বিশ্ব রেকর্ড

ছবি: সংগৃহীত

পুরুষেদের মধ্যে সবচেয়ে কম বয়য়ে বই লিখে বিশ্ব রেকর্ড গড়েছে ৪ বছরের এক শিশু। সংযুক্ত আরব আমিরাতের সাঈদ রশিদ আলমেহেরি নামের এক শিশু এ রেকর্ড অর্জন করেন। খবর খালিজ টাইমস’র।

বইটির নাম ‘দ্য এলিফেন্ট সাঈদ অ্যান্ড দ্য বিয়ার’। বইটিতে হাতি ও ভালুক এ দু’টি প্রাণীর মধ্যে অপ্রত্যাশিত বন্ধুত্ব এবং উদারতার জয়ের গল্প লেখা হয়েছে।

সাঈদের মা জানান, যখন সে আমাদের গল্পটি বলে, আমরা অবাক হয়ে যাই। তার স্পষ্ট ধারণা ছিল গল্পটি কেমন হবে এবং এর মাধ্যমে সে কী বার্তা দিতে চায়।

শিশু লেখক সাঈদ বলেছে, আমি বইটি লিখেছি এবং এটি খুবই সহজ ছিল। আমার বোন আমাকে সহায়তা করেছে।

/এনএএস

Exit mobile version