Site icon Jamuna Television

সিরিয়ায় উস্কানিমূলক আচরণ করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

সিরিয়ায় উস্কানিমূলক আচরণ করছে যুক্তরাষ্ট্র। আবারও এমন অভিযোগ করলো রাশিয়া। খবর রয়টার্সের।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সিরিয়ায় রুশ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনোভ বলেন, উত্তরাঞ্চলে মার্কিন বাহিনীর বাড়াবাড়ির অনেক নজির পাওয়া যাচ্ছে। অভিযানের জন্য নির্ধারিত এলাকার বাইরেও একাধিকবার দেখা গেছে মার্কিন সেনাদের। এমনকি রুশ-তুর্কি যৌথ টহলের সময়ও, উস্কানিমূলক আচরণ করেছে তারা।

অঞ্চলটিতে এক মার্কিন ঠিকাদার নিহতের জবাবে গেলো সপ্তাহে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে টার্গেট করে বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আট বছর ধরে উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকেহ প্রদেশে মোতায়েন রয়েছে মার্কিন সেনারা। স্থানীয় কুর্দি সেনাদের নেতৃত্ব দেয় তারা।

এটিএম/

Exit mobile version