Site icon Jamuna Television

প্রথম আলোর রিপোর্ট স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রথম আলোর সাংবাদিকের করা রিপোর্টকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংবাদিকদের বিরুদ্ধে যাতে হয়রানিমূলক মামলা না হয় সেজন্য পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (১ এপ্রিল) বিকেলে ডিআরইউ’র ইফতার মাহফিলে অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময়, বিএনপির ইফতার পার্টিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এর নিন্দা জানান তিনি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিদেশি সংবাদমাধ্যমকে উদ্বুদ্ধ করা হয়েছে এটা প্রচার করার জন্য যে, দ্রব্যমূল্য নিয়ে রিপোর্ট করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এবং এ ধরনের অপপ্রচার সত্যিকার অর্থে দেশবিরোধী। সংবাদ কোথায় তৈরি হয়েছে, ভারতে কে কাকে ফোন করেছে, দুবাইয়ে কে কাকে ফোন করেছে, লন্ডনে কে কাকে ফোন করেছে, কাতারে কে কাকে ফোন করেছে- সেই রেকর্ড ও তথ্য সরকারের কাছে আছে।

আরও পড়ুন: প্রথম আলোয় ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক’ সংবাদের প্রতিবাদে বিশিষ্ট নাগরিকদের নিন্দা

/এম ই

Exit mobile version