Site icon Jamuna Television

বামিংহামে মসজিদ থেকে ফেরার পথে বৃদ্ধের ওপর হামলা

ছবি: সংগৃহীত

মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধের ওপর হামলা করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের বামিংহাম শহরে। খবর আরব নিউজ’র।

এই ঘটনায় ১৬ বছরের দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি মসজিদে যাওয়ার সময় তার ওপর হামলা করা হয়। একপর্যায়ে তার মাথায় আঘাত করা হয়। এতে ওই বৃদ্ধ মারাত্মক জখম হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

/এনএএস

Exit mobile version