Site icon Jamuna Television

টি-টেন লিগের অনুমোদন: শুরু ২৩ নভেম্বর শারজায়

সব শঙ্কা কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতের ঘরোয়া ক্রিকেট টি-টেন লিগের অনুমোদন দিয়েছে আইসিসি। ২৩ নভেম্বর থেকে শারজায় শুরু হবে ক্রিকেটের এই নতুন সংস্করণ। যেখানে ১০ দিনের এই জমকালো আয়োজনে অংশ নিবে ৮ দল।

চলতি বছর কাতার ভিত্তিক টেলিভিশন আল-জাজিরার এক তদন্তে দেখা যায় ক্রিকেট নিয়ে ফিক্সিংয়ে জড়িত আরব আমিরাত। তবে এ নিয়ে কোন আনুষ্ঠানিক প্রমাণ না পাওয়ায় টি-টেন লিগের দ্বিতীয় আসরের অনুমোদন দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

তারা এই ফরম্যাটকে ক্রিকেটে অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যম এবং ক্রিকেটের আর্থিক সচ্ছলতার উপায় হিসেবে দেখেছেন। তবে ভারতীয় ক্রিকেটাররা তাদের বোর্ড নিয়মানুসারে এ আসরে খেলতে পারবেন না। এ লিগের প্লেয়ার ড্রাফট শুরু হবে সেপ্টেম্বরে।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version