Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী টর্নেডোর আঘাতে প্রাণহানি বেড়ে ২১

যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী টর্নেডোর আঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এখনও বিদ্যুৎহীন প্রায় ৬ লাখ মানুষ। খবর রয়টার্সের।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার (৩১ মার্চ) দেশটির দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোয় তাণ্ডব চালায় ৬০টির বেশি টর্নেডো। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আরকানসাসে জারি রয়েছে জরুরি অবস্থা। অঙ্গরাজ্যটিতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। টেনেসিতে সাত, ইলিনয়ে চার ও ইন্ডিয়ানায় তিনজন মারা গেছে। এছাড়া অ্যালাবামা ও মিসিসিপিতেও হয়েছে প্রাণহানি। মাইলের পর মাইল এলাকায় শুধু ধ্বংসস্তূপ চোখে পড়বে। বিধ্বস্ত বাড়িঘর, রাস্তাঘাট। উল্টে পড়ে আছে গাড়ি। উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি।

শক্তিশালী ঝড়সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে। গত সপ্তাহে মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে প্রাণ যায় ২৬ জনের।

এটিএম/

Exit mobile version