Site icon Jamuna Television

যানজটের ভোগান্তিতে ‘ডোভার’ স্থলবন্দর

মারাত্মক যানজটের ভোগান্তিতে ইংল্যান্ডের ‘ডোভার’ স্থলবন্দর। ইস্টার সানডে’র ছুটি ঘোষণা হতেই এ সংকট দেখা দিলো। খবর রয়টার্সের।

শনিবার (১ এপ্রিল) দীর্ঘ লাইনে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন আটকে যায়। সে তালিকায় রয়েছে চারটি স্কুলবাসও। সেগুলোয় শিক্ষক-শিক্ষার্থীসহ ৪০০ আরোহী। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে এই দুর্ভোগ। সে কারণেই সীমান্ত পার হওয়ার প্রক্রিয়ায় এসেছে ধীরগতি। তাছাড়া ছুটির মৌসুম হওয়ায় যানবাহনের বাড়তি চাপ তো রয়েছেই।

ভুক্তভোগীরা বলছেন, কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সেই বিষয়েও যথেষ্ট তথ্য নেই। আশঙ্কা করা হচ্ছে, ে সমস্যার সমাধান করতে কয়েকদিন লেগে যাবে।

এটিএম/

Exit mobile version