Site icon Jamuna Television

‘প্রথম আলো যে কাজ করেছে, তা উন্নত দেশে হলে লাইসেন্স বাতিল হতো’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রথম আলো যে কাজ করেছে, সেটা উন্নত বিশ্বের কোনো দেশে হলে পত্রিকাটির লাইসেন্স বাতিল হতো। এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রথম আলো উদ্দেশ্যমূলকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন সংবাদ ছেপেছে। এটি জঘন্যতম অপরাধ। এই অপরাধকে ভুল বলে এড়ানোর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, উন্নত বিশ্বের যারা আজকে বিবৃতি দিচ্ছে, সেইসব দেশে শিশু নিপীড়ন হলে কী হতো! সেই গণমাধ্যম, সেই মিডিয়ার লাইসেন্স বাতিল করা হতো।

আরও পড়ুন: শিশু নিপীড়নের দায়ে গ্রেফতার সাংবাদিক শামসুজ্জামান; পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

/এম ই

Exit mobile version