Site icon Jamuna Television

অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সাথে যুদ্ধরত রাশিয়া উল্লেখযোগ্য হারে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। খবর আনাদোলু এজেন্সি’র।

শনিবার (১ এপ্রিল) মস্কোতে সেনা কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী।

সের্গেই শোইগু বলেন, বিষয়টি তদারকির জন্য সামরিক কারখানাগুলো পরিদর্শন করছি। আমাদের সর্বাধিনায়কের তত্ত্বাবধানে ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান সফল করতে আমরা সব কিছু করতে রাজি আছি।

বৈঠকে ইউক্রেন যুদ্ধে নিযুক্ত সেনা কমান্ডারদের কাছ থেকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য শোনেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তিনি ইউক্রেনে রুশ সেনাদের কাছে নিরবচ্ছিন্নভাবে অস্ত্র সরবরাহের কৌশল নিয়ে আলোচনা করেন।

/এনএএস

Exit mobile version