Site icon Jamuna Television

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপল হত্যাচেষ্টা ইস্যুতে, রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইলেক্ট্রনিক যন্ত্রাংশ আর বিভিন্ন প্রযুক্তি পণ্য রফতানির ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে ২২ আগস্ট থেকে।

বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ মুখপাত্র হিদার নৌয়ের্ট জানান, স্ক্রিপলের ওপর বিষাক্ত নার্ভ এজেন্ট ব্যবহারের প্রমাণ মেলায় এ সিদ্ধান্ত।

নিষেধাজ্ঞা কার্যকরের ৯০ দিনের মধ্যে রুশ প্রশাসনকে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। তা না হলে আরো কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। নৌয়ের্ট বলেন, বিদেশের মাটিতে নিজ দেশের নাগরিকের বিরুদ্ধে প্রাণঘাতী রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করেছে মস্কো। যা আন্তর্জাতিক আইন পরিপন্থী।

এদিকে ওয়াশিংটনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে লন্ডন। যদিও কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন।

Exit mobile version