
সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ওপর যারা আঘাত করবে তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
রোববার (২ এপ্রিল) বিকালে রমজান মাস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাহাউদ্দীন নাছিম বলেন, একটি পক্ষ অপপ্রচার চালিয়ে দেশের সম্মান নষ্ট করার অপচেষ্টা করছে। সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রচারিত দ্রব্যমূল্য নিয়ে সংবাদটিও সেই ষড়যন্ত্রের অংশ। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রকে শক্ত হাতে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, বিশ্ব মন্দা মোকাবেলা করেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অন্যদিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
ইউএইচ/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply