Site icon Jamuna Television

পারমাণবিক অস্ত্র সমৃদ্ধির পরিকল্পনা করছে ইউক্রেন: অভিযোগ উত্তর কোরিয়ার

ছবি: কিম জং উনের বোন কিম ইয়ো জং।

একের পর এক মিসাইল ছুড়ে প্রশ্নে মুখে উত্তর কোরিয়া। তবে এবার ইউক্রেনের বিরুদ্ধেই অভিযোগ এনেছে কিম জং উন প্রশাসন। শনিবার (২ এপ্রিল) উত্তর কোরিয়ার সরাসরি অভিযোগ তোলে, পারমাণবিক অস্ত্র সমৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এর কঠোর সমালোচনাও করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। খবর রয়টার্সের।

সম্প্রতি পরমাণু সমৃদ্ধির লক্ষ্যে কিয়েভের পক্ষ থেকে একটি পিটিশন দেয়া হয়েছে অনলাইনে। তারই প্রতিক্রিয়া হিসেবে এ মন্তব্য এসেছে। উত্তর কোরিয়ার দাবি, রাশিয়া সামরিক অভিযান শুরুর আগেই এ ছক সাজিয়েছেন জেলেনস্কি।

পশ্চিমা মিত্রদের সাথে জেলেনস্কি এ ইস্যুতে আলোচনাও করেছেন বলে দাবি করেন কিম ইয়ো জং। তার দাবি, নিজ জনতাকে হুমকিতে ফেলছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

এসজেড/

Exit mobile version