Site icon Jamuna Television

স্বাধীনতাকে কটাক্ষ করে সংবাদ প্রকাশ উদ্দেশ্যপ্রণোদিত: বঙ্গবন্ধু পরিষদ

প্রথম আলো পত্রিকায় মহান স্বাধীনতাকে কটাক্ষ করে পরিবেশিত সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত এবং কোনো এজেন্ডা বাস্তবায়নের অংশ বলে মনে করে বঙ্গবন্ধু পরিষদ।

রোববার (২ এপ্রিল) বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের এক বিবৃতিতে এমন দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। আমাগো মাছ-মাংস চাইলের স্বাধীনতা লাগবো। বাক্যগুলোর ব্যবহার শুধু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ এবং প্রায় দুই লাখ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকেই খাটো করেনি, তাদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের চরম পরাকাষ্ঠাও প্রদর্শন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতা শব্দের সঙ্গে একজন ব্যক্তির ক্ষোভ মিশিয়ে সংবাদ প্রচার কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বহন করে না। এ ধরনের ঘৃণ্য অপতৎপরতার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বঙ্গবন্ধু পরিষদ।

ইউএইচ/

Exit mobile version