Site icon Jamuna Television

‘আগামী ২ বছরের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় দুর্ভোগ কমে আসবে’

আগামী দুই বছরের মধ্যে ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় দুর্ভোগ কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

রোববার (২ এপ্রিল) সকালে এফডিসিতে আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এমন আশা প্রকাশ করেন তিনি। ‘জনদুর্ভোগ কমাতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’ এই শিরোনামে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

আবুল কালাম আজাদ বলেন, ডিজিটালাইজেশন হয়ে গেলে আর কাউকে ভূমি অফিসে যেতে হবে না। সব অনলাইনে করা যাবে। এতে দুর্নীতি ও হয়রানি বন্ধ হয়ে যাবে।

এ সময় ভূমি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ ১০ দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরি কিরণ।

ইউএইচ/

Exit mobile version