
রাজশাহীর তানোর থানার সামনে প্রকাশ্যে এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিবাদ চলছিল পরিবারটিতে। এর জের ধরে হামলার ঘটনা ঘটে। হামলায় আহত তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া জানান, সম্পত্তির জন্য আপোষের জন্য তারা থানায় আসে। একপর্যায়ে থানার ভেতরেই বিবাদে জড়িয়ে পড়ে। এরপর থানা থেকে বের হলে এক নারীকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২১ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন আহতের মা রেজিয়া বেগম।
/এমএন
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply