Site icon Jamuna Television

রাশিয়ার ক্যাফেতে জোরালো বিস্ফোরণে নিহত আলোচিত ভ্লগার

রাশিয়ার ক্যাফেতে জোরালো বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন আলোচিত সেনা ভ্লগার, ভ্লাদলেন তাতারস্কি। রোববার (২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

সেইন্ট পিটার্সবার্গের ক্যাফেতে ঘটা বিস্ফোরণে আরও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। এখনও কেউ হামলার দাঁয় স্বীকার করেনি। ইউক্রেনে চালানো সামরিক অভিযানের কট্টর সমর্থক, তাতারস্কি। সে বিষয়ে তিনি ভিডিও বানিয়ে পোস্ট করতেন সামাজিক যোগাযোগমাধ্যমে। টেলিগ্রামে রয়েছে তার ৫০ হাজার ফলোয়ার। ফ্রন্টলাইন থেকেও তিনি শেয়ার করতেন বার্তা।

অবশ্য ক্রেমলিনের ভেতরে রেকর্ডকৃত ভিডিওটি সবচেয়ে সাড়া ফেলে। সরাসরি হুমকি দেন- ইউক্রেনীয়দের হত্যার, দেশটির ভূখণ্ড ছিনিয়ে নেয়ার। হামলার সময় ক্যাফেতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাতারস্কি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে একটি পুতুল নিয়ে কৌতুকের সময় সেটি বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে একে উদ্দেশ্যপ্রণোদিত এবং সন্ত্রাসী হামলা আখ্যা দেয়া হচ্ছে। চলছে তদন্ত। গেলো বছরও গাড়ি বোমা বিস্ফোরণে হত্যা করা হয় পুতিনের মিত্র আলেক্সান্ডার দুগিনের কন্যাকে।

এটিএম/

Exit mobile version