Site icon Jamuna Television

ক্যান্টিনের খাবার খেয়ে হাজী দানেশে’র ১৮ শিক্ষার্থী হাসপাতালে

হল ক্যান্টিনের খাবার খেয়ে দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের অসুস্থ হয়ে পড়া ১৮ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে ৬০ জন শিক্ষার্থী ক্যান্টিনের খাবার খায়। পরে তারা অসুস্থ হলে দিনভর ৪০ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন সেন্টারে চিকিৎসা দেয়া হয়। বুধবার রাতে অসুস্থ হয়ে পড়ে আরও ১৮ জন। তাদের নেয়া হয় জেনারেল হাসপাতালে। খাবারে বিষক্রিয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে জানান চিকিৎসক। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version