Site icon Jamuna Television

রাজধানীতে গণপরিবহন কম, ভোগান্তিতে নগরবাসী

মালিকরা চুক্তিভিত্তিক গাড়ি না চালানোর সিদ্ধান্ত কার্যকর করায় রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কমে গেছে। ফলে কিছুটা বিপাকে পড়েছে রাজধানীবাসী। আজ বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বাসের সংখ্যা কমে যাওয়ায় সকালে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় অফিসগামীদের। রাস্তায় যেসব গণপরিবহন চলছে সেগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে গাড়ি পাননি।

যাত্রীরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলন থেমে গেলেও গাড়ি বের করছেন না মালিকরা। আর এর ফলে রাজধনীবাসীকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

Exit mobile version