Site icon Jamuna Television

সাজার বিরুদ্ধে আপিল করবেন রাহুল গান্ধি

মানহানির মামলায় দুই বছরের সাজার বিরুদ্ধে আপিল করবেন রাহুল গান্ধি। সুরাটের আদালতের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে সোমবার (৩ এপ্রিল) চ্যালেঞ্জ জানাবেন ভারতের বিরোধী দল কংগ্রেসের এই নেতা। খবর রয়টার্সের।

এরইমধ্যে তিনি এই বিষয়ে আবেদনও করেছেন। ২০১৯ সালে দায়ের করা এক মানহানি মামলায় সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। আবেদনে রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে দেয়া ওই কারাদণ্ডাদেশ বাতিলের আর্জি জানানো হয়। এর পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

এটিএম/

Exit mobile version