Site icon Jamuna Television

‘মাছ-মাংসের দাম বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করে না’

মাছ, মাংস, মুরগির দাম নির্ধারণের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের নয়। এটা ঠিক করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এমন কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (৩ এপ্রিল) সকালে রমজান মাসে টিসিবি’র দ্বিতীয় পর্বের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, আগামী ১৫ এপ্রিলের মধ্যে কার্ডধারী ১ কোটি পরিবার ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবেন। সংকটের মধ্যেও এবার রমজানে পণ্য সরবরাহ ভালো বলে জানান টিপু মুনশি। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে একদফায় একজন ক্রেতা ৬০ টাকায় এক কেজি চিনি, ৭০ টাকা দরে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

অনুমোদিত পরিবেশকরা এসব পণ্য দোকান বা নির্ধারিত স্থানে বিক্রি করছেন। রাজধানীর ১৩ লাখ পরিবার টিসিবির পণ্য সেবা পাচ্ছেন। উত্তরায় সাড়ে ৭ হাজার বর্গফুটের টিসিবির একটি গুদামও উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

এটিএম/

Exit mobile version