Site icon Jamuna Television

‘আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছু নেই’

ছবি: সংগৃহীত

একমাত্র টেস্টে আগামীকাল (৪ এপ্রিল) মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। অনেকদিন পর দলের সব সিনিয়র ক্রিকেটাররাই ফিরেছেন টেস্ট দলে। তাইতো সিনিয়র ক্রিকেটারদের একসঙ্গে পেয়ে বেশ উচ্ছ্বসিত মেহেদি হাসান মিরাজ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দাপুটে ছিল বাংলাদেশ। প্রায় চার বছর পর টেস্ট ম্যাচ খেলতে নামছে আয়ারল্যান্ড। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হলেও তাদের দুর্বল প্রতিপক্ষ ভাবছে না বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মিরাজ।

তিনি বলেন, আমরা হোম কন্ডিশনে খেলছি। আমাদের সবারই চেষ্টা করতে হবে যেনো প্রপার টেস্ট ক্রিকেটটা আমরা খেলতে পারি। লাস্ট টেস্ট ম্যাচটা ভারতের বিপক্ষে আমরা জিততে জিততে হেরে গিয়েছি। কিন্তু এটা (মিরপুর) আমদের একটা লাকি মাঠ। অবশ্যই আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছু নেই। ক্রিকেট খেলায় সবকিছুই হতে পারে। অবশ্যই আমরা রেসপেক্ট করবো অপনেন্ট দলকে।

ছোট দল বড় দল নয়। মিরাজের চাওয়া জয়। তবে আয়ারল্যান্ড র‍্যাঙ্কিংয়ের পেছনে থাকায় ফোকাসটা বেশি থাকে বলেও জানান মিরাজ। অন্যদিকে, মিরাজ আভাস দিয়ে রেখেছেন আগামীকাল শুরু হতে যাওয়া টেস্টে একাদশে বাড়তে পারে পেসারদের সংখ্যা। বলেন, উইকেট ম্যানেজমেন্ট যেমন দেখেছে তাতে পেসারদের সংখ্যা বাড়তে পারে।

আরআইএম/ইউএইচ/

Exit mobile version