Site icon Jamuna Television

নির্যাতনের মুখে আজও বাংলাদেশে ঢুকেছে রোহিঙ্গারা

মিয়ানমার সেনা বাহিনীর নির্যাতনের মুখে আজও বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা।

ভোররাত থেকেই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকতে দেখা গেছে তাদের। সবচেয়ে বেশি রোহিঙ্গা আসছে শাহপরীর দ্বীপ হয়ে হাড়িয়া খালি পয়েন্ট দিয়ে। মিয়ানমান সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে দুর্গম পথ পাড়ি দিয়ে পালিয়ে আসছেন তারা। অবশ্য পালিয়ে আসার পথে সাগরে সলিল সমাধি হয়েছে অনেকের। অনেকে জানিয়েছেন সেনারা তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। নির্বিচারে হত্যা করেছে পরিবারের অনেক সদস্যকে। গত দেড় মাসে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version