Site icon Jamuna Television

মহেশপুরে ৫০ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে মালিকবিহীন ৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ৫৮২.৪৪ গ্রাম (৪৯ ভরি ১৫ আনা ৪ পয়েন্ট)। যার বাজার মূল্য ৪৯,৪৪,২২৫/-(ঊনপঞ্চাশ লক্ষ চুয়াল্লিশ হাজার দুইশত পঁচিশ) টাকা।

সোমবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাটিলা সীমান্তে অভিযান চালিয়ে এ স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

মহেশপুর (৫৮ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল মাটিলা গ্রামের আজিজুর রহমান এর ড্রাগন বাগানের পাশে আড়ি পেতে থাকে। সন্দেহভাজন ব্যক্তিকে দেখা মাত্র ধরতে গেলে সে পালিয়ে যায়। তার পিছু নিলে কিছু দূর যাওয়ার পরই সে হাতে থাকা সবজিভর্তি ব্যাগটি ফেলে ভারতীয় সীমান্ত অতিক্রম করে। পরে ওই ব্যাগটি তল্লাশি করে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

মহেশপুর থানায় মামলা দায়ের করে ঝিনাইদহ ট্রেজারি অফিসে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

/এসএইচ 

Exit mobile version