Site icon Jamuna Television

জনপ্রিয় শিল্পী রেশমাকে গুলি করে হত্যা

নারী শিল্পীদের ওপর সহিংসতার ধারায় পাকিস্তানে খুন হলেন আরও একজন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী। তিনি রেশমা। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে গুলি করে হত্যা করা হয়েছে তাকে।

ধারণা করা হচ্ছে হত্যাকারী রেশমার স্বামী। তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। পাকিস্তান জিও টিভির খবরে বলা হয়েছে, রেশমা সন্দেহভাজন হত্যাকারীর চতুর্থ স্ত্রী। নগরীর হাকিমাবাদা এলাকায় ভাইয়ের সঙ্গে বসবাস করতেন এই গায়িকা।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড। বাসায় ঢুকে রেশমাকে এলোপাতাড়ি গুলি করেছে হত্যাকারী। এরপর ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায়।

মূলত, পশতু গানের জন্য পরিচিতি পেয়েছিলেন রেশমা। পাশাপাশি পাকিস্তানের বিখ্যাত নাটক জোবাল গোলুনায় অভিনয় করেও প্রশংসিত হয়েছিলেন।

আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুন খোয়ায় নারী শিল্পীদের ওপর সহিংস আক্রমণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে মঞ্চ অভিনেত্রী সুনবুলকে গুলি করে হত্যা করা হয়েছিল।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version