Site icon Jamuna Television

বঙ্গবাজারে আগুন: নিয়ন্ত্রণে সেনা ও বিমানবাহিনীর পর যোগ দিয়েছে নৌবাহিনী

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এবার যোগ দিয়েছে নৌবাহিনী। এর আগে ফায়ার সার্ভিসের অর্ধশতাধিক ইউনিটের সাথে যোগ দিয়ে কাজ করছে বিমানবাহিনী ও সেনাবাহিনীর ফায়ার ইউনিট।

জানা গেছে, প্রায় তিন ঘণ্টাব্যাপি চলা আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেটজুড়ে। এতে ইতোমধ্যে ছাই হয়ে গেছে টিনশেড মার্কেট। নতুন করে ছড়িয়েছে পাশের আরেকটি মার্কেটেও। এছাড়া মার্কেট সংলগ্ন চারটি ভবনেও ছড়িয়েছে আগুন।

জানা গেছে, মঙ্গলবারের (৪ এপ্রিল) এ ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। হেলিকপ্টার থেকেও ছিটানো হচ্ছে পানি।

আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিটের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

এএআর/

Exit mobile version