Site icon Jamuna Television

বদলে গেলো টুইটারের লোগো, নীল পাখির পরিবর্তে কুকুরের ছবি

বদলে গেলো টুইটারের লোগো। মাইক্রো ব্লগ সাইটটির লোগোতে পরিচিত নীল পাখির পরিবর্তে এবার দেখা গেলো একটি কুকুরের ছবি।

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই টুইটারের লোগোতে পরিবর্তন আনেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এ নিয়ে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। কুকুরের যে ছবিটি টুইটারের লোগোতে ব্যবহার করা হয়েছে তা মূলত ক্রিপ্টোকারেন্সি ডজকয়েনের ছবি। ডজকয়েনে ওই কুকুরের ছবি খোদাই করা রয়েছে। ডজকয়েনের যে ক’জন প্রতিষ্ঠাতা রয়েছে তার মধ্যে অন্যতম ইলন মাস্ক।

এদিকে, টুইটারের লোগোতে কুকুরের ছবি ব্যবহারের পরপরই বেড়েছে ডজকয়েনের শেয়ারের দাম।

/এমএন

Exit mobile version