Site icon Jamuna Television

গ্রেফতার হওয়া প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ছবি: সংগৃহীত

গ্রেফতার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়ে গ্রেফতার হলেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) আদালতে হাজির হওয়ার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এরপর আদালতের অন্যান্য প্রক্রিয়া শুরু হয়।

পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করার জন্য ফ্লোরিডা থেকে নিউইয়র্কে পৌঁছান ট্রাম্প। ট্রাম্পের উপস্থিতি ঘিরে শুধু ম্যানহাটান নয়, পুরো নিউইয়র্কের নিরাপত্তা জোরদার করা হয়।

স্টরমির দাবি, ২০০৬ সালে দু’জন শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে তাকে মোটা অঙ্কের ঘুষ দেয়া হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প।

উল্লেখ্য, এর আগে ১৮৭২ সালে আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন গ্রেফতার হন ইউলিসিস এস গ্রান্ট। ওয়াশিংটনের রাস্তায় অতিরিক্ত গতিতে ঘোড়ার গাড়ি চালানোর দায়ে গ্রেফতার করা হয় তাকে।

/এনএএস

Exit mobile version