Site icon Jamuna Television

প্রতারণামূলক তদন্তের মাধ্যমে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

প্রতারণামূলক তদন্তের মাধ্যমে একজন সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। গ্রেফতার দেখানোর পর আবার মুক্ত হয়ে ফ্লোরিডায় ফিরেই ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ট্রাম্পের বিরুদ্ধে আনা সব অভিযোগ আবারও অস্বীকার করেছেন তিনি। জানান, জর্জিয়ায় অতিরিক্ত ভোট পাওয়ার জন্য দেয়া ফোনকলের ব্যাপারে তিনি অনুতপ্ত নন। তিনি অভিযোগ তোলেন, শুরু থেকেই ডেমোক্র্যাটরা তার নির্বাচনী প্রচারণার ওপর নজরদারি করছিল। ক্ষমতা থেকে উৎখাতে দু’বার ভুয়া অভিশংসনও করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প স্পষ্ট অভিযোগ করেন, আবার নির্বাচনে অংশ নেয়া থেকে ঠেকাতেই এতো অভিযোগ সাজানো হয়েছে।

গত মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটান আদালতে হাজিরা দেন ট্রাম্প। ঐতিহাসিক শুনানিতে ৩৪টি মামলায় সাবেক এই প্রেসিডেন্টকে অভিযুক্ত করতে পারেনি আদালত। তবে, কর ফাঁকি দেয়ার উদ্দেশে মিথ্যা তথ্য দিয়েছেন- এই অপরাধে অভিযুক্ত হন তিনি। ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার দেখানো হয়। শুনানি শেষে মুক্তি পেয়ে আদালত ত্যাগ করেন তিনি। পরবর্তী শুনানি হবে ডিসেম্বরে।

ইউএইচ/

Exit mobile version