Site icon Jamuna Television

ফায়ার সার্ভিস অফিসে হামলায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে নির্দেশ

বঙ্গবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যতটা সম্ভব সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, একই সাথে ফায়ার সার্ভিস অফিসে হামলা ও ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকালে পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় পদ্মা সেতু নির্মাণে অর্থ বিভাগ থেকে নেয়া ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির প্রায় ৩১৭ কোটি টাকার চেক সরকারের কাছে হস্তান্তর করে সেতু বিভাগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঋণের চেক গ্রহণ করেন। আর চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনেক উন্নত দেশের থেকেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো বলে এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন

Exit mobile version